চট্টগ্রামে গ্যাস সরবরাহ আরও দেরি হতে পারে
চট্টগ্রামে গ্যাস সরবরাহ আরও দেরি হতে পারে। আজ (১৮ ফেব্রুয়ারি) বিকালে গ্যাস সরবরাহ শুরু হওয়ার যে আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়েছিলো তা সেই সময়ে সরবরাহ করা সম্ভব নাও হতে পারে বলে জানানো হয়েছে। গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় দুর্ভোগের মধ্যে পড়েছে নগরবাসী।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক দ্য ডেইলি স্টারকে বলেন, এখনো সংস্কার কাজ চলায় গ্যাস সরবরাহ করতে আরও দেরি হতে পারে।
গত ১৭ ফেব্রুয়ারি বিকালে বন্দরনগরীর মাইতেলি খালের পাশে আকমল আলী সড়কে খননকাজ করার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের এক্সক্যাভেটর ভুল করে গ্যাসপাইপে আঘাত করলে তা ক্ষতিগ্রস্ত হয়।
এরপর, জেলার বিস্তৃত অঞ্চলে তৃতীয় দিনের মতো গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে, বাসা-বাড়ির কাজের পাশাপাশি শিল্পকারখানা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
কর্মকর্তারা জানান, এই পাইপলাইন দিয়ে নগরীর পতেঙ্গা, হালিশহর, ফকির হাট, আগ্রাবাদ, নিউমার্কেট, সদরঘাট, বন্দর এবং ইপিজেড এলাকাগুলোতে গ্যাস সরবরাহ করা হতো।
Comments