প্রকাশিত হয়েছে ‘আবুল মনসুর আহমদের প্রাসঙ্গিকতা’
২০১৯ একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে প্রবন্ধ সংকলন ‘আবুল মনসুর আহমদের প্রাসঙ্গিকতা’।
গত বছর জুনে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ আয়োজিত সাহিত্য সাংবাদিকতা ও রাজনীতিতে ‘আবুল মনসুর আহমদের প্রাসঙ্গিকতা’ শিরোনামে একটি প্রতিযোগিতা হয়েছিলো। তাতে ১১০জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। জয়ীদের নির্বাচিত ছবিসহ সূচিবদ্ধ হয়েছে প্রবন্ধগুলো।
বইটি সমৃদ্ধ করতে যুক্ত হয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক ড. মো. চেঙ্গীশ খান ও প্রাবন্ধিক মোহাম্মদ আজমের প্রবন্ধও।
ইমরান মাহফুজ সম্পাদিত ‘আবুল মনসুর আহমদের প্রাসঙ্গিকতা’ বইটি প্রকাশ করেছে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ। এটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ডেইলি স্টার বুকসের স্টল ২৫৪-৫৫ এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে কালের ধ্বনি ৪০ নং স্টলে। ১৬০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২৫০।
এই বিষয়ে ইমরান মাহফুজ বলেন, “সাহিত্য, সাংবাদিকতা ও রাজনীতি- এই তিনটি বিষয়ে আবুল মনসুর আহমদ সক্রিয় অবস্থান করেছেন। নানা দিক থেকে তিনি কাটিয়েছেন দীর্ঘ জীবন। স্বল্প পরিসরে স্বল্প আয়োজনে সেই বিষয়গুলোর আলোচনা সম্ভব নয়। তবে প্রতিযোগী সবাই চেষ্টা করেছেন বয়স নয়, যোগ্যতার পরিচয় দিতে। আমরাও খুব দক্ষতার সাথে কাজটি করার চেষ্টা করেছি।”
নির্বাচিত লিখা নিয়ে প্রকাশনাটি পাঠকদের ভালো লাগবে আশা করে তিনি বলেন, “এটি প্রাথমিক কাজের উৎসাহ মাত্র। এই ধারা আমাদের অব্যাহত থাকবে।”
Comments