শাজাহান খানকে দুর্ঘটনা প্রতিরোধ কমিটির প্রধান করায় সংসদে প্রশ্ন
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে সরকারের গঠন করা কমিটিতে শাজাহান খানকে প্রধান করা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন উঠেছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম পরিবহন শ্রমিকদের এই নেতাকে নিয়ে তার অসন্তুষ্টির কথা জানান।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এই এমপি সম্পূরক প্রশ্নের ফ্লোর নিয়ে বলেন, অবৈধ মাদক নিয়ন্ত্রণ কমিটির প্রধান বদি (আওয়ামী লীগের বিতর্কিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদি) আর সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কমিটির প্রধান শাজাহান খান যিনি আগে বলেছিলেন, অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেওয়া দরকার। কারণ, তারা গরু ও ছাগলের পার্থক্য জানে।
এর জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই প্রেক্ষাপটে ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়। শাজাহান খান সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, তিনি অভিজ্ঞ ব্যক্তি তাই তাকে এই কমিটির প্রধান করা হয়েছে। সেই সঙ্গে তাকে কমিটির প্রধান হিসেবে যখন নাম প্রস্তাব করা হয় তখন কেউ এর বিরোধিতা করেননি।
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্যবিশিষ্ট সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি গঠন করেছে সরকার। গতকাল রোববার ওবায়দুল কাদের এই কমিটি গঠনের কথা সাংবাদিকদের জানান। শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। কমিটির কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সড়কের উন্নয়ন করতে পেরেছি, এবার সড়কে শৃঙ্খলা ফেরাব।
Comments