খরুচে বোলিংয়ে অচেনা মোস্তাফিজ

স্লগ ওভারে তার দিকে তাকিয়ে থাকে বাংলাদেশ। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নিজের বোলিং মুন্সিয়ানায় আটকে রাখবেন মোস্তাফিজুর রহমান, দলের প্রত্যাশা থাকে এমন। প্রায়ই মেটানও প্রত্যাশা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এবার দেখা মিলল ভিন্ন এক মোস্তাফিজকে। শুরু থেকেই একের পর এক বাজে বল দিয়ে দেদারসে মার খেয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে নিজের সবচেয়ে খরুচে বোলিং করেছেন। বাংলাদেশের হয়ে এরচেয়ে বেশি রান দিয়েছিলেন কেবল শফিউল ইসলাম।
Mustafizur Rahman
ছবি: এএফপি

স্লগ ওভারে তার দিকে তাকিয়ে থাকে বাংলাদেশ। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নিজের বোলিং মুন্সিয়ানায় আটকে রাখবেন মোস্তাফিজুর রহমান, দলের প্রত্যাশা থাকে এমন। প্রায়ই মেটানও প্রত্যাশা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এবার দেখা মিলল ভিন্ন এক মোস্তাফিজকে। শুরু থেকেই একের পর এক বাজে বল দিয়ে দেদারসে মার খেয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে নিজের সবচেয়ে খরুচে বোলিং করেছেন। বাংলাদেশের হয়ে এরচেয়ে বেশি রান দিয়েছিলেন কেবল শফিউল ইসলাম। 

ডানেডিনে বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডে মোস্তাফিজ ১০ ওভার বল করে দুই উইকেট নিলেও রান দিয়েছেন ৯৩। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৯৭ রান দেন শফিউল, ওই বছরই পাকিস্তানের বিপক্ষে দেন ১০ ওভারে ৯৫ রান।

ডানেডিনের বাউন্ডারি ছোট, উইকেট ব্যাটসম্যানদের পক্ষে। তবু মোস্তাফিজের মানের বোলারের এত রান দেওয়া নিশ্চিতভাবেই চোখ কপালে তোলার মতই ব্যাপার।

খরুচে বোলিংয়ে ওয়ানডেতে একশোর বেশি রান দেওয়ার ঘটনা আছে ১২টি। বাংলাদেশের আজকের ম্যাচের প্রতিপক্ষ টিম সাউদিও আছেন এই তালিকায়।

মোস্তাফিজের এমন বাজে দিনে ভুগেছে দলও। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে দিয়েও অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ। কিউইরা পুরো ৫০ ওভার ব্যাট করে তুলেছে ৩৩০ রানের পাহাড়। শেষ ১০ ওভারে মোস্তাফিজ-রুবেলদের পিটিয়ে ১০৬ রান নিয়েছেন টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোমরা। শেষ পাঁচ ওভারে কিউইরা তুলেছে ৫৯ রান।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago