ঢাকায় গ্যাস সরবরাহ শুরু
পাইপলাইন প্রতিস্থাপনের জন্য সারারাত বন্ধ রাখার পর ফের রাজধানী ঢাকার দক্ষিণাঞ্চল ও অন্যান্য এলাকার গ্যাস সরবরাহ পুরোদমে চালু করা হয়েছে।
তিতাস গ্যাস বিতরণ কোম্পানির স্বয়ংক্রিয় উৎপাদন রিপোর্টে বলা হয়েছে, আজ (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালু এবং গ্যাসের চাপ স্বাভাবিক করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে জানান, গ্যাস সরবরাহের প্রধান লাইনে কিছু পাইপ এবং ভালভ প্রতিস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, “নতুন পাইপলাইন সঠিকভাবে কাজ করছে এবং বর্তমানে গ্যাসের চাপ স্বাভাবিক রয়েছে। আমাদের প্রতিবেদন বলছে যে সব জায়গায় গ্যাস পৌঁছেছে।”
রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা, বনশ্রী এবং পুরান ঢাকায় মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজের জন্য গতকাল সন্ধ্যা ৬টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ সময় অন্যান্য এলাকাতেও গ্যাসের চাপ কিছুটা কমে গিয়েছিল।
Comments