ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারালো শ্রীলঙ্কা

Oshada Fernando
ছবি: এএফপি

শক্তিশালী ভারত গিয়ে পারেনি, পাকিস্তানও পারেনি কোনদিন। বাংলাদেশ তো বারকয়েক নাজেহালই হয়েছে। অর্থাৎ উপমহাদেশের কোন দলই যা করে দেখাতে পারেনি। সেই দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।  যারা কিনা কদিন আগেও ছিল ভাঙাগড়ার মধ্যে, দেশের মাঠে ইংল্যান্ডের কাছে হয়েছিল হোয়াইটওয়াশ। সেই দলই গতিময় উইকেটে গিয়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে দিয়েছে।

শনিবার পোর্ট এলিজাবেথ টেস্টে তৃতীয় দিনের লাঞ্চের আগেই হয়ে গেছে টেস্টের ফয়াসালা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৯৭ রান টপকে ৮ উইকেটে জিতেছে লঙ্কানরা। আগের টেস্টে কুসাল পেরেরার বীরত্বে জেতার পর এবার তাদের জয়ের নায়ক কুসল মেন্ডিস আর ওশাদা ফার্নান্দো।

১৯৭ রানের লক্ষ্যে আগের দিন দুই উইকেটে ৬০ রান নিয়ে শুরু করেছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তৃতীয় দিন প্রোটিয়া বোলাররা আর কোন ধন্দেই ফেলতে পারেননি লঙ্কানদের। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানই শেষ করে দেন খেলা।

লঙ্কানদের জয়ের ভিত অবশ্য গড়ে দিয়েছিলেন তাদের পেসাররা। দ্বিতীয় ইনিংসে সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্ডো আর কাসুন রাজিথা মিলে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দেন ১২৮ রানে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২২২ রানের জবাবে ১৫৪ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ হলেও দ্বিতীয় ইনিংসের এই বোলিং খেলায় নিয়ে আসে লঙ্কাকে।

চতুর্থ ইনিংসে তবু ১৯৭ রানও ছিল শক্ত চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জে নেমে জুতসই শুরুর পর অধিনায়ক দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমানে ফিরে গিয়েছিলেন ৩৪ রানের মধ্যে।

কিন্তু তৃতীয় উইকেটে দুর্দান্ত এক জুটিতে শঙ্কার সব মেঘ সরিয়ে দেন মেন্ডিস ও ওশাদা। ১৬৩ রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকেই মাঠ ছাড়েন তারা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২২২

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: (আগের ৬০/৩) ৩৭.৪ ওভারে ১৫৪ (থিরিমান্নে ২৯, রাজিথা ১, কুসল পেরেরা ২০, ডি সিলভা ১৯, ডিকভেলা ৪২, লাকমল ৭, বিশ্ব ০, এম্বুলদেনিয়া ০ আহত অনুপস্থিত;  স্টেইন ০/৩৯, রাবাদা ৪/৩৮, অলিভিয়ের ৩/৬১, মুল্ডার ১/৬, মহারাজ ১/৯)

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়  ইনিংস: ৪৪.৩ ওভারে ১২৮ (মারক্রাম ১৮, এলগার ২, আমলা ৩২, বাভুমা ৬, দু প্লেসি ৫০, ডি কক ১, মুল্ডার ৫, মহারাজ ৬, রাবাদা ০, স্টেইন ০, অলিভিয়ের ৬; লাকমল ৪/৩৯, বিশ্ব ১/৩২, রাজিথা ২/২০, ডি সিলভা ৩/৩৬)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৪৫.৪ ওভারে ১৯৭/২ (লক্ষ্য ১৯৭)  (করুনারত্নে ১৯, থিরিমান্নে ১০, ওশাদা ৭৫* , মেন্ডিস ৮৪*  ; স্টেইন ০/৩৮ , রাবাদা ১/৫৩, অলিভিয়ের ১/৪৬, মুল্ডার ০/৬, মহারাজ ০/৪৫)

ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।

সিরিজ: শ্রীলঙ্কা ২-০ তে জয়ী।

 

 

 

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

2h ago