ডাকসু নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল
কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তাদের আংশিক প্যানেল ঘোষণা করেছে।
আজ (২৫ ফেব্রুয়ারি) পৌনে ১১টার সময় ডাকসু ভবনের সামনে সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন এই প্যানেল ঘোষণা করেন। তাদের সহ-সভাপতি পদে লড়বেন নুরুল হক নুর, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রাশেদ খান, সহ-সম্পাদক পদে ফারুক হোসেন।
এই তিনজনই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
Comments