রনি তালুকদারের ঝড়ের পর আবু হায়দারের তোপ

ফতুল্লায় বৃষ্টিতে এদিনও সকালের ম্যাচ শুরু হলো দেরিতে। ওভার কমে আসা ম্যাচ ঝড় তুললেন রনি তালুকদার। গাজী গ্রুপ পেল বিশাল রান। পরে বিকেএসপি ধসিয়ে দেন পেসার আবু হায়দার রনি।
Dhaka Premier League T-20

ফতুল্লায় বৃষ্টিতে এদিনও সকালের ম্যাচ শুরু হলো দেরিতে। ওভার কমে আসা ম্যাচ ঝড় তুললেন রনি তালুকদার। গাজী গ্রুপ পেল বিশাল রান। পরে বিকেএসপি ধসিয়ে দেন পেসার আবু হায়দার রনি।

মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচ খেলা নির্ধারিত হয় ১০ ওভারে। আগে ব্যাটিং পেয়ে রনির ১৬ বলে ৪১ রানের ঝড় গাজী গ্রুপ ক্রিকেটার্স পায় ১২৩ রান। ওভারপ্রতি ১২ রানের উপরে তোলার লক্ষ্যে নেমে বিকেএসপি কুলিয়ে উঠতে না পেরে করেছে ৯৬ রান। ২৭ রানের হারে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

সকালে বৃষ্টির পর শুরু হওয়া ম্যাচ টস জিতে গাজীকে ব্যাট করতে পাঠায় বিকেএসপি। আগের দিন প্রাইম দোলেশ্বরের বিপক্ষে জম্পেশ লড়াই করা বিকেএসপির তরুণরা এদিন পাত্তায় পায়নি গাজীর কাছে।

গাজীর হয়ে ওপেন করতে নেমে দুর্দান্ত শুরু আনেন রনি ও ওয়ালিউল করিম। ৫ ওভারের জুটিতে দুজনে তুলেন ৬১ রান। রনিই ছিলেন বেশি আগ্রাসী। ওয়ালিউল ১৮ বলে ২৫ করে ফেরেন। রনি মাত্র ১৬ বলে ২ চার আর ৪ ছক্কায় করেন ৪১ রান।

অধিনায়ক শামসুর রহমান না পারলেও সাজেদুল হক, মাইশুকুর রহমানরা মিলে দলকে নিয়ে যান চূড়ায়।

বিশাল রান তাড়ায় শুরুতেই বিকেএসপির কোমর ভেঙে দেন আবু হায়দার রনি। এই বাঁহাতি পেসার নিজের প্রথম ওভারেই বোল্ড করেন ফাহাদ আহমেদকে। পরের ওভারে এসে ফেরান শামীম হোসেনকে। মাত্র ২ ওভার ১ মেডেনে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন রনি।

বিপর্যয়ের মধ্যে উইকেটরক্ষক আকবর আলি ধরেছিলেন হাল। কিন্তু তার ২০ বলে ৪৩ রানের ইনিংস কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে বিকেএসপির।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটার্স:  ১০ ওভারে ১২৩/৪ (রনি ৪১, ওয়ালিউল ২৫, শামসুর ১, সাজেদুল ২০, মাইশুকুর ১৯*, তারেক ১১*  ; সুমন ০/২৯, হাসান ১/১৮, নওশাদ ৩/২০, মুকিদুল ০/২৪, কাইয়ুম ০/৩১)

বিকেএসপি: ১০ ওভারে ৯৬/৪  (ফাহাদ ০, রাতুল ২, শামীম ৪, আমিনুল ৩৪*, আকবর ৪৩, কাইয়ুম ৯)

ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৭ রানে জয়ী।

Comments