মনের জোরে কঠিন চ্যালেঞ্জ জিততে চায় বাংলাদেশ

স্যুয়িং হবে, বাউন্স হবে, কিউই পেসারদের গতিতেও ভুগতে হবে। কন্ডিশনের বিরূপ পরিস্থিতি সব নিয়েই পাকা ধারণা আছে মাহমুদউল্লাহ রিয়াদের। তবে এই সব সংকট দূরে সরাতে মনের জোরের উপর আস্থা নিয়ে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ।
Bangladesh Team Practice
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

স্যুয়িং হবে, বাউন্স হবে, কিউই পেসারদের গতিতেও ভুগতে হবে। কন্ডিশনের বিরূপ পরিস্থিতি সব নিয়েই পাকা ধারণা আছে মাহমুদউল্লাহ রিয়াদের। তবে এই সব সংকট দূরে সরাতে মনের জোরের উপর আস্থা নিয়ে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। তার আগে কন্ডিশনের সংকট ছাড়াও চোট সংকটেও জর্জর বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান তো যেতেই পারেননি। মিডল অর্ডারে দলের মূল ভরসা মুশফিকুর রহিমকেও এই টেস্টে পাচ্ছে না বাংলাদেশ।

এমনিতে দেশের মাঠে টেস্টে ঘূর্ণি বল দিয়ে বাজিমাত করলেও বিদেশে টেস্ট জেতা দূরে থাক ড্র করাও বড় চ্যালেঞ্জ বাংলাদেশের। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ মনে করছেন বিদেশে ভালো করা যাবে কিনা এমন সংশয় অন্তত এবার তার মধ্যে নেই,  ‘আমাদের কাছে সব সময় একটা চ্যালেঞ্জিং বিষয় থাকে বিদেশের মাঠে। বিদেশের মাঠে আমরা টেস্ট জিততে পারব কি পারব না আমাদের ভেতর এই সংশয়টা থাকে। কিন্তু অধিনায়ক হিসেবে আমাদের মধ্যে এই জিনিসগুলো কাজ করছে না। ’

‘এইসব কন্ডিশনে ওদের অ্যাটাক সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে। স্যুয়িং হবে, বাউন্স হবে এসব জেনেও নিজেদের মানসিকভাবে প্রস্তুত করছি।’

প্রথম টেস্টে মুশফিক খেলছেন না। তবে চোট থেকে ফেরায় থাকছেন মোহাম্মদ মিঠুন। মুশফিক না থাকলে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও দায়িত্ব থাকবে লিটন দাসের। মুশফিক না থাকায় খেলতে পারেন সৌম্য সরকারও, ‘সে (মুশফিক) ভালো হয়ে উঠছে। কিন্তু কালকের ম্যাচে হয়ত কাল পাচ্ছি না। মুশফিক ও সাকিব আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একই সঙ্গে যারা সুযোগ পাবে তারা যেন নিজেদের দুইহাতে যেন সুযোগ লুফে নেয়। ’

 

Comments