সবুজ উইকেটে তামিমের দুরন্ত সেঞ্চুরি

Tamim Iqbal
ছবি: বিসিবি

উইকেট সবুজ ঘাসে ভরা। পেস, স্যুয়িংয়ে বাংলাদেশকে ভোগাতে আগে বোলিং নিয়েছিল নিউজিল্যান্ড। তবে অমন উইকেটে নেমে দুর্দান্ত এক জবাবই দিলেন তামিম ইকবাল। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নিল ওয়েগনারদের পিটিয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। 

হ্যামিল্টনের সেডন পার্কের সবুজ গালিচায় নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাট চালাতে থাকেন তামিম। সাদনাম ইসলামের সঙ্গে জুতসই শুরুর পর সময়ের সঙ্গেই দাপট বাড়ে তার ব্যাটে। ৮৫ বলে ৮৬ রান নিয়ে লাঞ্চ থেকে ফেরার পর ঠিক ১০০ বলে ওয়েগনারকে বাউন্ডারিতে পাঠিয়ে পৌঁছান টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে। 

বাংলাদেশের এ পর্যন্ত ইনিংসের প্রায় সবটা জুড়েই  তামিম। কিউই পেসারদের বলে তিনি মেলে ধরেন স্ট্রোকের পসরা। ট্রেন্ট বোল্টকে টানা তিন চারে পৌঁছান ফিফটিতে। ৩৭ বলে ফিফটি করে আরও শানিত হয় উঠে তামিমের ব্যাট। ৬৫ রানে কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরতি ক্যাচ দিয়ে বাঁচার পর আর কোন ভুল নয়। গ্র্যান্ডহোমকেই টানা দুই চারে বুঝিয়ে দেন মেজাজ। এর আগে টিম সাউদিকে মেরে আক্রমণ থেকেই সরিয়ে দেন তিনি।  

প্রথম সেশনেই সেঞ্চুরি তুলার খুব কাছে চলে গিয়েছিলেন তামিম। ৮৬ রান নিয়ে লাঞ্চ যাওয়ার পর আর তাগড়া হয়ে ফেরেন। কিউই বোলারদের কোন বলই আর তাকে পারেনি ভুগাতে। বরং প্রভাব বিস্তার করে তামিম নিয়ে নেন লাগাম। সেঞ্চুরিতে পৌঁছাতে স্ট্রোক ঝলমলে ইনিংসে বাংলাদেশের সেরা ওপেনার মেরেছেন চোখ ধাঁধানো ১৮টি বাউন্ডারি। 

২ উইকেটে ১২২ রান নিয়ে লাঞ্চ থেকে ফিরে আগাতে থাকা বাংলাদেশ অবশ্য হোঁচট খায় আরেক প্রান্তে। দলের ১৪৭ রানে গিয়ে অযতা পেটাতে গিয়ে ওয়েগনারের বলে ক্যাচ তুলে ফিরেছেন মোহাম্মদ মিঠুন। 

 

Comments

The Daily Star  | English

Yunus-Tarique meeting begins

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

27m ago