রাভালের সেঞ্চুরি, অপেক্ষায় লাথাম

ছবি: এএফপি

ইবাদত হোসেনের বলে টানা দুটি চার মারলেন জিত রাভাল। তাতে দুই দুইটি মাইলফলকে পৌঁছালেন এ কিউই ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেলেনই, টেস্ট ক্রিকেটে নিজের এক হাজার রানও পূরণ করলেন। আর এটাই যেন স্যাডন পার্কের প্রতীকী চিত্র। এখন পর্যন্ত একচ্ছত্র দাপট দেখিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। ব্যাটিং স্বর্গের পুরো ফায়দা তুলে নিচ্ছে স্বাগতিকরা। আর যথারীতি ধারহীন বোলিংয়ে সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশ।

আগের দিনের বিনা উইকেটে ৮৬ রান নিয়ে শুক্রবার ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত বড় কোন পরীক্ষার সামনে পড়তে হয়নি তাদের। শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন দুই ওপেনার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন রাভাল। আর টম লাথাম অপেক্ষা করছেন টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরির। ফলে বিনা উইকেটে ১৯৭ রান তুলে লাঞ্চ বিরতিতে গিয়েছে নিউজিল্যান্ড। 

হাফসেঞ্চুরি আগের দিনই তুলে নিয়েছিলেন রাভাল। ৮২ বলে ফিফটি স্পর্শ করা এ ওপেনার এদিন ১৬৩ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন। ১৬টি চারের সাহায্যে এ মাইলফলকে পৌঁছান এ ওপেনার। লাঞ্চের আগ পর্যন্ত দারুণ ব্যাট করে ১০৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। রাভালের পথ ধরে সেঞ্চুরির পথে রয়েছেন লাথামও। আগের দিনের ৩৫ রানে ব্যাট করতে নামা এ ওপেনার ৯৮ বলে ফিফটি স্পর্শ করেন। লাঞ্চের আগ পর্যন্ত অপরাজিত রয়েছেন ৮৩ রানে।

এদিন সুবিধা করে উঠতে পারেননি বাংলাদেশের কোন বোলারই। আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেনদের সাবলীল ভাবেই সামলেছেন দুই কিউই ওপেনার। তাতে আরও একবার প্রশ্ন উঠেছে টাইগারদের ব্যাটিং সামর্থ্যের।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

9h ago