উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়ে ইনিংস ছাড়ল নিউজিল্যান্ড
বোলিংয়ে ধার নেই, নেতিয়ে পড়েছিলেন ফিল্ডাররাও। বাংলাদেশের শরীরী ভাষায় মিলছিল নিস্তেজ হওয়ার আভাস। বাংলাদেশকে এমন গুঁড়িয়ে দিয়ে দুর্দান্ত ব্যাট করে বিশাল রান করেছে নিউজিল্যান্ড । আগের দিন বড় রানের ইঙ্গিত দিয়ে অপরাজিত থাকা অধিনায়ক কেইন উইলিয়ামসন করেছেন ডাবল সেঞ্চুরি। তাতে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো সাতশো রান ছাড়িয়ে ইনিংস ঘোষণা করেছে তারা।
হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে গিয়ে ইনিংস ঘোষণার সময় কিউইদের রান ৬ উইকেটে ৭১৫। লিড ৪৮১ রানের। অর্থাৎ ইনিংস পরাজয় এড়াতেও বিশাল রান করতে হবে বাংলাদেশকে।
নাইটওয়াচম্যান নিল ওয়েগনারকে নিয়ে দিন শুরু করেছিলেন উইলিয়ামসন। উইলিয়ামসনের ব্যাট তো ছিল দুর্বার ছিলই, বাংলাদেশের বোলাররা ভুগাতে পারেননি ওয়েগনারকেও। উলটো ৬০ রানের জুটি হয়ে যায় তাদের। জুটিতে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে ৩৫ বলে ৪৭ রানই ওয়েগনারের।
টেস্টে ইবাদত হোসেনের প্রথম শিকার হয়ে ওয়েগনার ফেরার পর বিজে ওয়েটলিংকে নিয়ে উইলিয়ামসন গড়েন ৯৬ রানের আরেক জুটি। বাংলাদেশের হতাশা বাড়িয়ে প্রভাব বিস্তার করে রাখেন তারা। মিরাজের দ্বিতীয় শিকার হয়ে ওয়েটলিং ফেরার পর আসেন কলিন ডি গ্র্যান্ডহোম। এসেই তিনি খেলছেন ৫৩ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস। বাংলাদেশের বোলারদের ইচ্ছেমতো পিটিয়ে রান বাড়িয়ে নিয়েছেন দলের।
গ্র্যান্ডহোম যখন আসেন অধিনায়ক উইলিয়ামসন ততক্ষণে ছাড়িয়ে গেছেন দেড়শোর গন্ডি। সপ্তম উইকেটে আর অবিচ্ছিন্ন হননি তারা। ১১০ রানের জুটির পর দলের রান ছাড়িয়ে যায় সাতশো, উইলিয়ামসন পেয়ে যান ডাবল সেঞ্চুরি। লিড ততক্ষণে পাঁচশ ছুঁইছুঁই। ইনিংস ঘোষণা তাই ছিল প্রত্যাশিতই। দুর্বল শরীরী ভাষায় মিইয়ে যাওয়া মাহমুদউল্লাহরাও যেন ছিল এমন কিছুরই অপেক্ষায়।
তার খানিক আগেই ইতিহাস হয়ে যায় কিউইদের। সাদা পোশাকে সূদীর্ঘ পথচলায় টেস্টে এরআগে কখনই সাতশো রান ছিল না নিউজিল্যান্ডের। আগের সর্বোচ্চ ছিল ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ৬৯০ রান। ইতিহাস গড়েছেন উইলিয়ামসনও। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ২০টি সেঞ্চুরি হয়ে গেছে তার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৪
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৬৩ ওভারে ৭১৫/৬ (আগের দিন ৪৫১/৪) (রাভাল ১৩২, ল্যাথাম ১৬১, উইলিয়ামসন ২০০* টেইলর ৪, নিকোলাস ৫৩, ওয়েগনার ৪৭, ওয়েটলিং ৩১, গ্র্যান্ডহোম ৭৬; জায়েদ, ০/১০৩, ইবাদত ১/১০৭, খালেদ ০/১৪৯, সৌম্য ২/৬৮, মিরাজ ২/২৪৬, মাহমুদউল্লাহ ১/৩, মুমিনুল ০/৩২)
নিউজিল্যান্ডের লিড: ৪৮১ রান
Comments