সেই হ্যামিল্টনেই মাহমুদউল্লাহর আরেক সেঞ্চুরি

Mahmudullah
ছবি: এএফপি

হ্যামিল্টন যেন দুহাত ভরে দেয় মাহমুদউল্লাহ রিয়াদকে। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন এই মাঠেই। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষেও করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। এবার সেই সেডন পার্কের মাঠে দলের চরম বিপর্যয়ে নেমে দারুণ এক সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সৌম্য সরকারকে নিয়ে গড়েছেন ২৩৫ রানের দুর্দান্ত এক জুটি।

টিম সাউদির শর্ট বলে লং লেগ দিয়ে বাউন্ডারি পাঠিয়ে ১৮৩ বলে সেঞ্চুরিতে পৌঁছান মাহমুদউল্লাহ। আগের দিনের ১৫ রান নিয়ে নেমেছিলেন। মাথার উপর ছিল পাহাড়সম চাপ। এমনিতে দলের অধিনায়ক, আগের ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে গিয়েছিলেন। সেটা পুষিয়ে দেওয়ারও চাহিদা ছিল। মাহমুদউল্লাহ সব দাবি মেটাতেই খেলতে থাকেন দারুণভাবে। 

এক পাশে আগ্রাসী সৌম্য সরকার কাজটা করে দিয়েছিলেন সহজ। তাকে গাইড করে এগিয়ে নিয়ে গেলেন, বাড়ল জুটির রান। দল পেল থিতু। তাতে নিজে দিলেন আস্থার ছবি। 

২৩৫ রানের জুটিতে ১৪৯ রান করে সৌম্য ফেরার পর লিটন দাস আর মেহেদী হাসান মিরাজও দ্রুতই বিদায় নেন। ইনিংস হার এড়ানো তখনো একশো রানের বেশি বাকি। টেল এন্ডারদের নিয়ে এবার লড়াই জারি রেখেছেন বাংলাদেশ অধিনায়ক। 

Comments

The Daily Star  | English
VAT changes by NBR

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

51m ago