ক্লাসিকোতে এগিয়ে এখন বার্সেলোনা
আরও একটি এল ক্লাসিকো। তাতে আরও একটি জয় পেল ফুটবল ক্লাব বার্সেলোনা। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে দলটি। আর বার্নাব্যুতে এ জয়ে লা লিগায় নিজেদের অবস্থান আরও শীর্ষস্থান সুদৃঢ় করেছে তারা। তবে তার চেয়েও বড় কথা ৮৭ বছর পর এল ক্লাসিকোতে জয়ের পাল্লাটা ভারি করে নিল কাতালান ক্লাবটি।
নানা ঘটনার ম্যাচে আগের দিন রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের ২৬ মিনিটে দেওয়া ইভান রাকিতিচের গোলটিই হয় নির্ধারক। তাতেই রিয়ালের এগিয়ে যায় কাতালানরা। ২৪২টি মুখোমুখি লড়াইয়ে এখন ৯৬টি জয় বার্সার, আর ৯৫টি জিতেছে রিয়াল এবং ড্র হয়েছে ৫১টি। ১৯৩১ সালের এবারই প্রথম জয়ের পাল্লায় এগিয়ে যায় কাতালানরা।
প্রতিযোগিতামূলক ম্যাচে গতকালই রিয়ালের চেয়ে এগিয়ে গেছে বার্সেলোনা। তবে সবধরনের প্রতিযোগিতা মিলে বার্সেলোনার জয়ের পাল্লা ভারী অনেক আগ থেকেই। মোট ২৭৬টি ম্যাচে মোকাবেলা করে ১১৬টি ম্যাচে জয় দেখেছে বার্সেলোনা। অপর দিকে রিয়ালের জয় ৯৯টি। ড্র হয়েছে ৬১টি ম্যাচ।
কোপা দেল রের ম্যাচ দিয়ে ক্লাসিকোর দ্বৈরথটা শুরু হয় ১৯১৬ সাল থেকে। আর লিগে শুরু ১৯২৯ সালে। শুরু থেকেই জয়ের পাল্লা ভারী ছিল রিয়ালেরই। মাঝে ১৯৩২ সালে জয়ে রিয়ালকে টপকে যায় বার্সেলোনা। পরের বছরে আবার এগিয়ে যায় রিয়াল। সেই থেকে একচ্ছত্র ভাবে এগিয়ে ছিল দলটি। তবে ২০০৪ সালের পর দৃশ্যপট পাল্টে যেতে থাকে। ২০১৫ সালের নভেম্বরে বার্নাব্যুতে ৪-০ গোলে জিতেছিল বার্সা। এরপর আর তাদের মাটিতে হারতে হয়নি দলটিকে। চলতি মৌসুমে তিনটি ক্লাসিকোই জিতে নেয় কাতালানরা।
Comments