সিঙ্গাপুরে পৌঁছেছে ওয়াবদুল কাদেরের এয়ার এম্বুলেন্স
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার এম্বুলেন্সটি সিঙ্গাপুরে গিয়ে পৌছেছে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এই এয়ার এম্বুলেন্সটি আজ বিকেল সোয়া ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত কাদেরকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
আওয়ামী লীগের সূত্রগুলো দ্য ডেইলি স্টারকে জানায়, আজ সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে সিঙ্গাপুরের বিমানবন্দরের মাটি স্পর্শ করে এয়ার এম্বুলেন্সটি।
কাদেরের সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার পরবর্তী চিকিৎসা চলবে।
দুপুর আড়াইটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে বিএসএমএমইউ-এর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, “আজ যতো দ্রুত সম্ভব কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “গতকালের চেয়ে আজ কাদেরের শারীরিক অবস্থা কিছুটা ভালো, তার রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত নন।”
এর আগে, বিএসএমএমইউ-এ কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি। পরে, তার সঙ্গে কথা বলে বিএসএমএমইউ চিকিৎসকরা কাদেরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত জানান।
আরও পড়ুন:
Comments