ভারতের বিজেপি’র ওয়েবসাইট হ্যাকড হওয়ার অভিযোগ

BJP website
বিজেপির ওয়েবসাইটের বর্তমান চেহারা। ছবি: স্ক্রিনশট

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-র ওয়েবসাইট ‘বিজেপিডটঅরগ’ হ্যাকড হওয়ার অভিযোগ উঠেছে।

আজ (৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

খবরে বলা হয়, বিরোধী কংগ্রেস দলের টুইটার অ্যাকাউন্টের ম্যানেজার দিব্যা স্প্যানদানা প্রথম এক টুইট বার্তায় বিজেপি ওয়েবসাইট ভিজিট করা যাচ্ছে না বলে জানান।

সেই বার্তায় তিনি সাইটটির একটি স্ক্রিন শটও দেন। সেখানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের ভিডিওচিত্র রয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, আঙ্গেলা মেরকেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিক্রম করে যাচ্ছেন। মোদি তার সঙ্গে করমর্দন করার চেষ্টা করছেন।

দিব্যা তার টুইট বার্তায় লিখেছেন, “এখন বিজেপির ওয়েবসাইটটা না দেখলে পস্তাবেন।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপির ওয়েবসাইটটি দেখা যাচ্ছিল না। সেখানে বলা হচ্ছে ‘উই উইলবি ব্যাক সুন!’

দলটির ওয়েব অ্যাডমিনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়েছে- এই মুহূর্তে সাইটটির সংস্কার করা হচ্ছে।

তবে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, দেশটির প্রায় ৭০টির মতো সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হামলার মুখে পড়েছে।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

3h ago