আসন নিয়েছেন দর্শকরা, অরুন্ধতীর বক্তৃতা ৬টায়
ভারতের প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়ের বক্তৃতা শুনতে ধানমন্ডির মাইডাস সেন্টারে ভিড় করেছেন শত শত আগ্রহী দর্শক শ্রোতা। বিকেল সাড়ে ৫টায় তারা অনুষ্ঠানস্থলের আসন গ্রহণ করেছেন। সন্ধ্যা ৬টায় বক্তৃতা অনুষ্ঠান শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীত শিল্পী মৌসুমী ভৌমিক অনুষ্ঠানের দর্শক সারিতে উপস্থিত রয়েছেন।
আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তৃতা অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু আয়োনকারী ছবিমেলা’র পক্ষ থেকে গত রাতে জানানো হয় অনুষ্ঠানের অনুমতি পুলিশ প্রত্যাহার করায় সেখানে আয়োজনটি হচ্ছে না। এরপর ধানমন্ডির মাইডাস সেন্টারে এই বক্তৃতা হবে বলে তারা জানায়।
আয়োজকেরা জানান, গতকাল রাত ১২টার দিকে তেজগাঁও থানার পুলিশ বক্তৃতা অনুষ্ঠান আয়োজনের অনুমতি বাতিল করা হয়েছে চিঠি দেয়। তবে কী কারণে অনুমতি বাতিল করা হলো, এর কোনো ব্যাখ্যা দেয়নি পুলিশ।
Comments