বিমানবন্দরে পিস্তলসহ ইলিয়াস কাঞ্চন, তদন্ত কমিটি গঠন
বিশিষ্ট চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হওয়ার সময় তা লাগেজ স্ক্যানারে ধরা না পরার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ (৬ মার্চ) নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের অ্যাভিয়েশন নিরাপত্তা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এটি নিশ্চিত করেছেন।
তদন্ত কমিটি সিসিটিভির ফুটেজ পরীক্ষার পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনা করে প্রতিবেদন দিবে বলে জানান তিনি।
এর আগে অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দ্য ডেইলি স্টারকে জানান, তিনি গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। তার ভারী লাগেজটি পরীক্ষা করা হলে তাতে ক্ষতিকর কোনো কিছু ধরা পড়েনি।
তিনি বলেন, “পরীক্ষা-নিরীক্ষার স্থানে হঠাৎ আমার মনে পড়ে যে আমার লাইসেন্স করা পিস্তলটি লাগেজের ভেতরে ল্যাপটপ ব্যাগে রয়ে গেছে। তখন আমি কর্তৃপক্ষকে বিষয়টি জানাই এবং নিয়ম মেনে আগ্নেয়াস্ত্রটি জমা দেই।”
তার লাইসেন্সকৃত ৯মিমি পিস্তলটিতে নয়টি গুলি ছিলো। সেসময় তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে আগ্নেয়াস্ত্রের বৈধ কাগজপত্র দেখান এবং পরে তা চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করেন।
এদিকে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক বেণী মাধব দ্য ডেইলি স্টারকে বলেন, ইলিয়াস কাঞ্চনের পিস্তলটি “দ্বিতীয়বার পরীক্ষা করার সময় ধরা পড়ে।”
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘খেলনা পিস্তল’ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিনতাই করার ঘটনায় ৮ মিনিটের কমান্ডো অভিযানে পলাশ আহমেদ নামের এক ব্যক্তি নিহত হন। সেই ঘটনায় দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে।
Comments