বার্সেলোনার মন রক্ষা করে খুশি ডি ইয়ং

ছবি: এএফপি

কাগজে কলমে এখনও আয়াক্সের খেলোয়াড় ফ্রাঙ্কি ডি ইয়ং। তবে মৌসুম শেষেই যোগ দিবেন বার্সেলোনার ডেরায়। বার্সার সঙ্গে চুক্তি এমনই। কিন্তু ভবিষ্যৎ ঠিকানাকে এখনই মনেপ্রাণে আপন করে নিয়েছেন এ ডাচ তরুণ। চুক্তির সময় তাকে যে অনুরোধ করা হয়েছিল তা রাখতে পেরেছেন এ মিডফিল্ডার। ম্যাচ শেষে এমনটাই জানালেন ২১ বছর বয়সী এ খেলোয়াড়।

গত জানুয়ারির দলবদলেই ডি ইয়ংকে কিনে নেয় বার্সেলোনা। চুক্তি হয় পাঁচ বছরের। তবে আয়াক্স শর্ত দেয় তাকে এখনই নিতে পারবে না তারা। আর ঘরোয়া ফুটবলে সুদৃঢ় অবস্থানের কারণেই বার্সেলোনাও দ্বিমত করেনি। কিন্তু চুক্তিপত্রে সাক্ষরের পর এ ডাচ তরুণকে বার্সেলোনা কর্তৃপক্ষ তাকে অনুরোধ করে যেন রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেয় তারা। আর তা করে দেখাও দলটি।

আর স্বাভাবিকভাবে ভবিষ্যৎ ক্লাবের অনুরোধ রাখতে পেরে দারুণ উচ্ছ্বসিত ডি ইয়ং। ডাচ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বার্সেলোনা যখন আমার সঙ্গে চুক্তিতে সাক্ষর করে, তখন তারা আমাকে বলেছিল রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিতে।’

অথচ ঘরের মাঠে রিয়ালের কাছে ১-২ গোলে হেরে গিয়েছিল তারা। তখন প্রায় সবাই তাদের বিদায়ঘণ্টাই শুনতে পেয়েছিল। কিন্তু বার্নাব্যুতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৪-১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দেয় টানা তিন বারের  চ্যাম্পিয়নদের। এমনটা হয়তো তারা নিজেও ভাবতে পারেনি।

তবে নিজেদের বিশ্বাসে অটুট থাকাতেই করতে পেরেছেন বলে মনে করেন ডি ইয়ং, ‘আমরা আক্রমণাত্মক খেলেছি, তাদের ওপর চাপ ধরে রেখেছি। আমরা জানতাম সবাই যদি নিজেদের সেরাটা দিলে রিয়ালকে চমকে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। রিয়ালকে ছিটকে দিতে পারলে আয়াক্সের নাম ইতিহাসে লেখা থাকবে।’

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

4h ago