নুরসহ ৫ জনের বিরুদ্ধে রোকেয়া হল প্রাধ্যক্ষের মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন চলাকালে রোকেয়া হলের প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগে ডাকসুর সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নূরুল হক নুর এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Nur and Liton
ডাকসুর সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নূরুল হক নুর (বামে), বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন চলাকালে রোকেয়া হলের প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগে ডাকসুর সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নূরুল হক নুর এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল (১১ মার্চ) রাতে রাজধানীর শাহবাগ থানায় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা এই মামলা করেন।

বাংলা দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়, পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার আজ (১২ মার্চ) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে হলে ভাংচুর চালানোরও অভিযোগও এনেছেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল দুপুরে ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোট শুরুর আগে সবগুলো প্যানেলের প্রতিনিধিদের সামনে নয়টি ভোটবাক্সের মধ্যে ছয়টিকে দেখিয়ে সিলগালা করে ভোটগ্রহণ শুরু করতে চায় কর্তৃপক্ষ।

কিন্তু, অপর তিনটি ভোটবাক্স কেনো দেখানো হয়নি, তা নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদমুখর হয়ে উঠলে ভোটগ্রহণ বন্ধ থাকে। একপর্যায়ে নুর সে বিষয়টি নিয়ে হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে রোকেয়া হলে ঢুকলে হামলার শিকার হন।

আরও পড়ুন: ডাকসুর ভিপি প্রার্থী নুরের ওপর হামলা

Comments