কুয়েত মৈত্রী, রোকেয়া হলের ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ: ঢাবি শিক্ষক সমিতি
ডাকসু নির্বাচনের দিন সকালে কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলের ঘটনাকে গভীর ষড়যন্ত্রের অংশ মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। আজ বিবৃতি দিয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী সব প্রার্থীকে অভিনন্দন জানিয়ে নিজেদের এই উদ্বেগের কথা জানান তারা।
সেই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের অব্যাহত অগ্রযাত্রায় ডাকসু ও হল সংসদের নেতাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন তারা। সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম আজ এই বিবৃতি দেন।
তারা বলেন, “নির্বাচন পরবর্তী ঘোষিত ফলাফল পর্যালোচনায় আমরা বলতে পারি, এ নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সচেতন শিক্ষার্থী সমাজ তাদের মতের প্রতিফলন ঘটাতে পেরেছেন এবং প্রত্যাশা অনুযায়ী নিজেদের প্রতিনিধি নির্বাচনে তারা সফল হয়েছেন। ”
নেতৃবৃন্দ বহুল প্রত্যাশিত এ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সব দলমতের শিক্ষার্থীদের সমন্বয়ে নির্বাচনটি ছিল অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ।
কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলের ঘটনাটিকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে উল্লেখ করে তারা বলেন, নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণে মহল বিশেষ তাদের পরিকল্পিত ষড়যন্ত্র চরিতার্থকরণে ব্যর্থ হয়েছে।
Comments