নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ নেওয়া হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নিউজিল্যান্ডে বাংলাদেশের মিশন না থাকায় অস্ট্রেলিয়ায় নিযুক্ত হাইকমিশনার সুফিউর রহমান ও স্থানীয়দের মাধ্যমে সেদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা সবাই নিরাপদে আছেন।
ak abdul momen
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নিউজিল্যান্ডে বাংলাদেশের মিশন না থাকায় অস্ট্রেলিয়ায় নিযুক্ত হাইকমিশনার সুফিউর রহমান ও স্থানীয়দের মাধ্যমে সেদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা সবাই নিরাপদে আছেন।

তিনি শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এ কথা বলেন।

ড. মোমেন আরও বলেন, সৌভাগ্যের বিষয় বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজন সদস্য মসজিদে পৌঁছার কয়েক মিনিট আগে গুলাগুলি হয়। এ কারণে তারা নিরাপদে হোটেলে ফিরে এসেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রাইস্টচার্চ শহরে দু’টি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে। দুঃখের বিষয়, এখন পর্যন্ত খবর অনুযায়ী এখানে এই হামলায় প্রায় ৩০ জনের মতো লোক মারা গেছেন। এর মধ্যে শোনা যাচ্ছে একজন বাংলাদেশি নারী মারা গেছেন।

তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত ও জীবিত সকলের জন্য দোয়া কামনা করেন।

তিনি অস্ট্রেলিয়ার বাংলাদেশি হাইকমিশনারের উদ্ধৃতি দিয়ে বলেন, একজন বাঙালি নারী মারা গেছেন। তবে, হতাহত অনেকে আছেন। নিউজিল্যান্ডে কোনো মিশন না থাকায় এখনও পুরোপুরি তথ্য জানা যায়নি।

নামাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা আক্রমণ চালায় জানিয়ে তিনি বলেন, কেউ বন্দুকের শব্দ শুনতে পায়নি। এতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে সন্ত্রাসীরা। সেদেশের পুলিশ চারজন সন্ত্রাসীকে ধরতে পেরেছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে যেকোনো দেশের অতিথি বা খেলোয়াড় এলে আমরা নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স প্রয়োগ করি। সেদেশ এতো নিরাপদ হওয়া সত্ত্বেও এরকম ঘটনা অত্যন্ত দুঃখজনক।

বাংলাদেশ নিয়ে যারা ‘সন্ত্রাস’ বিষয়ে নানা কথা বলে তাদের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যারা আমাদের দেশ নিয়ে অনেক কথা বলে, অথচ তাদের দেশে এরকম সন্ত্রাসী ঘটনা প্রায়ই ঘটছে। আমাদের দেশে এখন সেরকম ঘটনা নেই। বাংলাদেশ এখন নিরাপদ কান্ট্রি।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

2h ago