ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ডাকসু নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের উত্তরোত্তর উন্নয়নের জন্য তরুণদের মেধা কাজে লাগাতে চায়।
আজ শনিবার বিকেলে ডাকসু ও হল সংসদের নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো সুন্দরভাবে পরিচালিত হোক। এর জন্য সেখানে অবশ্যই শিক্ষার উপযুক্ত পরিবেশ থাকতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা তরুণ সমাজের মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে চাই।
অনুষ্ঠানে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানি, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ১৮টি আবাসিক হলের সহ-সভাপতিগণ বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সংগঠনটির নির্বাচন কমিটির চেয়ারম্যান সঞ্জিত চন্দ্র দাশ শুভেচ্ছা বক্তব্য দেন।
Comments