এখন খেলাধুলো নিয়ে কোন চিন্তা নয়, ক্রিকেটারদের বললেন বিসিবি প্রধান
টানা ২২ ঘণ্টা বিমান ভ্রমণের ধকল আছে, কিন্তু মনের উপর বয়ে যাওয়া ভয়ার্ত স্মৃতির ধকল তো আরও বেশি। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে দেশে ফেরা ক্রিকেটারদের তাই আপাতত সম্পূর্ণ বিশ্রামে দেখতে চান বিসিবি প্রধান নাজমুল হাসান।
শুক্রবারের ভয়াবহ হামলার ঘটনার পর টেস্ট বাতিল করে তড়িঘড়ি দেশে ফেরানো হয় দলকে। শনিবার রাত ১০টা ৪২ মিনিটে দেশে নামেন ক্রিকেটাররা। তিক্ত স্মৃতি সঙ্গে করে ফেরা বাংলাদেশ দলকে আনতে বিমানবন্দরে গিয়েছিলেন বোর্ড প্রধান নাজমুলসহ বিসিবির কর্মকর্তারা। বিমানবন্দরে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও।
মাহমুদউল্লাহদের স্বাগত জানিয়ে বিসিবি প্রধান জানালেন, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আসা ক্রিকেটারদের দরকার এখন পুরো বিশ্রাম, 'তারা কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছে। আমি যখন তাদের সাথে কথা বলেছি ঘটনার পরপরই, আমরা সকলেই বুঝতে পারছিলাম ওদের মধ্যে দিয়ে কি যাচ্ছে মানসিক ভাবে। তখন থেকেই তারা অপেক্ষায় ছিল কখন দেশে আসতে পারবে, কত তাড়াতাড়ি। '
'একটু আগে রিয়াদ বলেছে তারা ঘুমাতে পারেনি সারারাত। ওদের জন্য এটা ২২ ঘণ্টার ভ্রমণ। এতো লম্বা ভ্রমণে তারা সবাই ক্লান্ত। মানসিক ভাবে ভেঙে পড়েছে অনেকেই। এখন ওদের সাথে কথা বলারও কিছু নেই। আমরা সবাই ওদেরকে বলেছি, যাও বাসায় যাও। সবকিছু বাদ দিয়ে, ঠাণ্ডা মাথায়, নিজেদের মতো করে, যা ভালো লাগে সেভাবে কাটাও।'
বিশ্রামের এই সময়টায় খেলাধুলো নিয়েও কোন চিন্তা না করতে ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন নাজমুল। বোর্ড প্রধান চান মানসিক ট্রমা কাটিয়ে ফুরফুরে মেজাজেই সবাই ফিরুন মাঠে, ' বলেছি সবকিছু ঠাণ্ডা হলে তারপর আমাদের সাথে যোগাযোগ করো। খেলাধুলা নিয়ে এই মূহুর্তে কোনো চিন্তা ভাবনা করবে না। পরিবারের সাথে সময় কাটাবে। আমরা আছি, আমাদের যদি কোনো সহযোগিতা লাগে কারো আমরা আছিই। এটাই ওদের বলা হয়েছে। '
Comments