জয়পুরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
জয়পুরহাটের কালাই উপজেলায় গত রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই সংঘর্ষ হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফের বরাতে আমাদের দিনাজপুর সংবাদদাতা আজ (১৭ মার্চ) জানান, নিহতরা হলেন- রতন মোহন্ত (৫০) এবং আফতাব উদ্দিন (৪৫)।
ওসি বলেন, “গতকাল রাত ৯টার দিকে কালাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মিনফুজুর রহমান ও উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দুইজনকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে অন্যরা চলে যান।”
পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
আজ ভোরের দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফতাব উদ্দিন এবং কালাই উপজেলায় রতন মোহন্ত মারা যান। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
ওসি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে মিনফুজুর রহমানকে সমর্থন না দেওয়াকে কেন্দ্র করে ওয়াজেদ আলীর সঙ্গে বিরোধের সূত্রপাত হয়।
নিহতরা মিনফুজুরের সমর্থক ছিলেন বলে জানিয়েছেন ওসি।
Comments