রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্রেনের পাইল ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

বাগেরহাটে নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে গতরাতে একটি ক্রেনের পাইল ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
rampal
বাগেরহাটে নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: স্টার ফাইল ফটো

বাগেরহাটে নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে গতরাতে একটি ক্রেনের পাইল ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুলিশের বরাত দিয়ে আমাদের বাগেরহাট সংবাদদাতা জানান, নিহতরা হলেন বাগেরহাটের আসাদুর রহমান (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নাসিরউদ্দিন (২৭)।

সেখানে কর্মরত একজন প্রকৌশলী দ্য ডেইলি স্টারকে বলেন, “গতকাল রাত ৮টার দিকে বড় আকারের পাইপ উত্তোলনের সময় একটি ক্রেনের পাইল ছিঁড়ে ওই শ্রমিকদের ওপর পড়লে তারা গুরুতর আহত হন।”

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এই দুই শ্রমিক মারা যান।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগেও, গত ৩ মার্চ নির্মাণাধীন ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অপর এক দুর্ঘটনায় দুই শ্রমিক মারা গিয়েছিলেন।

Comments