‘মেসি, মেসি’ স্লোগান তুললেন বেতিস সমর্থকরাই
ফ্রিকিক থেকে বুলেট শটে প্রথম গোল। সুয়ারেজের পাস থেকে দ্বিতীয় গোলেও আছে দারুণ ফিনিশিংয়ে শিল্পের ছোঁয়া। আর তৃতীয় গোলটা তো অবিশ্বাস্য। প্রায় ১৮ গজ থেকে আলতো চিপে গোলরক্ষককে বোকা বানানো। আর তখনই পুরো স্টেডিয়াম মেসি মেসি স্লোগানে মুখরিত। ব্যাপারটা এমন যেন খেলা হচ্ছে ন্যু ক্যাম্পে। এমনকি অবিশ্বাস্য এ গোল দেখে মেসিকে দাঁড়িয়ে অভিবাদন জানাতেও ভুল করেননি রিয়াল বেতিস সমর্থকরা।
লালিগায় আগের দিন আরও মেসিময় ম্যাচ দেখল সমর্থকরা। অথচ চলতি মৌসুমের প্রথম লেগে নিজেদের মাঠে এই বেতিসের কাছে হেরেছিল বার্সেলোনা। ৪-৩ গোলের এক দারুণ রোমাঞ্চকর জয় পেয়েছিল বেতিসই। তাই নিজেদের মাঠে দল নিয়ে সমর্থকদের প্রত্যাশাটা ছিল অনেক বেশি। কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন মেসি একাই। ৪-১ গোলের জয়ে মেসির গোল তিনটি। আর তিনটি গোলই নয়ন জুড়ানো।
বেনিতো ভিয়ামারিনে বেতিস সমর্থকরা চোখের সামনে দেখল মেসির জাদু। চোখের সামনে দেখল তাদের দলকে কীভাবে একাই ধসিয়ে দিল এ ক্ষুদে জাদুকর। এমন দৃষ্টিনন্দন কীর্তিতে তাকে উল্টো অভিবাদন জানানো ছাড়া আর কিইবা করতে পারতো তারা?
বেতিস সমর্থকরা মাঠে মেসিকে যেভাবে অভিবাদন জানিয়েছে তা চোখ এড়ায় নি কোচ এরনেস্তো ভালভার্দেও, ‘আমাদের প্রতিপক্ষ ভুগেছে মেসির কারণে। তবে তারা এটা উপভোগও করেছে। ম্যাচে সে যা করেছে তা অবিশ্বাস্য। সে তিনটি গোল করেছে এবং চতুর্থটা তৈরি করেছে। মানুষ তার ট্যালেন্ট দেখেছে। তার কারিকুরি উপভোগ করেছে। এবং তার মানের খেলোয়াড়কে পর্যাপ্ত শ্রদ্ধা জানিয়েছে।’
Comments