পেলে কি মেসির মতো ধারাবাহিক ছিলেন? প্রশ্ন বেতিস কোচের

রিয়াল বেতিসের মাঠে তাদের ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ম্যাচের ফলাফল দেখে মনে হয় কতোই না ভালো খেলেছে কাতালানরা। কিন্তু পুরো ম্যাচেই ছিল বেতিসের প্রাধান্য। কিন্তু হারতে হয়েছে এক লিওনেল মেসির মাছে। একাই তাদের ধসিয়ে দিয়েছেন এ ক্ষুদে জাদুকর। তিনটি গোল তো করেছেনই, অপর গোলের উৎসতেও ছিলেন।
ছবি: এএফপি

রিয়াল বেতিসের মাঠে তাদের ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ম্যাচের ফলাফল দেখে মনে হয় কতোই না ভালো খেলেছে কাতালানরা। কিন্তু পুরো ম্যাচেই ছিল বেতিসের প্রাধান্য। কিন্তু হারতে হয়েছে এক লিওনেল মেসির মাছে। একাই তাদের ধসিয়ে দিয়েছেন এ ক্ষুদে জাদুকর। তিনটি গোল তো করেছেনই, অপর গোলের উৎসতেও ছিলেন।

আর বার্সেলোনার বিপক্ষে যে এদিন বেতিস এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছে তা একটি পরিসংখ্যানেই প্রমাণিত হয়। ম্যাচে মাত্র ৪৩.৯ শতাংশ বল ছিল তাদের পায়ে। ২০০৪-০৫ সালের পর এটাই ছিল তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও হারতে হয় বেতিসকে। কারণ ফুটবল গোলের খেলা। আর অবিশ্বাস্য শৈলী দেখিয়ে তা করলেন মেসিই।

আর মেসির এমন অতিমানবীয় পারফরম্যান্সে বিস্মিত খোদ বেতিস কোচ কিকে সেতিয়েন, ‘আমি ফুটবল ইতিহাসে মেসির মতো এমন খেলোয়াড় আর দেখিনি। সে এটা করে যাচ্ছে গত ১০ বছর ধরে। আমি জানিনা পেলেও মেসির মতো ধারাবাহিক ছিলেন কি না?’

ম্যাচের ১৮ মিনিটে ফ্রিকিক থেকে মেসির বুলেট শটে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয় গোলটি পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিং দেন মেসি। তৃতীয় গোলটির কৃতিত্ব অবশ্য পুরোটাই সুয়ারেজের। মাঝ মাঠ থেকে বল নিয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক গোল দেন এ উরুগুইয়ান। তবে তাদের চতুর্থ গোলটি ছিল অবিশ্বাস্য। রাকিতিচের কাছ থেকে বল আদান প্রদান করে প্রায় ১৮ গজ দূর থেকে আলতো চিপে লক্ষ্যভেদ করেন মেসি। আর তাতে বেতিস সমর্থকরাও মেসি মেসি ধ্বনিতেই স্টেডিয়ামে কাঁপিয়েছেন। এমনকি দাঁড়িয়ে তাকে অভিবাদনও জানিয়েছেন।

গত এক দশক ধরেই দারুণ ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন মেসি। এ সময়ে পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন তিনি। পাঁচবার জিতেছেন ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার। এছাড়াও চারটি চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন অসংখ্য শিরোপা।

চলতি আসরেও দারুণভাবে এগিয়ে যাচ্ছেন মেসি। এ নিয়ে ২৯টি গোল দিলেন তিনি। আর ফ্রিকিক থেকে এ আসরেই লক্ষ্যভেদ করেছেন চারবার। আর দ্বিতীয় হ্যাটট্রিক। সব মিলিয়ে ক্যারিয়ারে ৫১তম হ্যাটট্রিক করলেন এ আর্জেন্টাইন। এর মধ্যে লালিগায় ৩৩টি। তার চেয়ে ১টি হ্যাটট্রিক বেশি করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

15h ago