আবরারের নামে পদচারী সেতুর ভিত্তিপ্রস্তর

রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আবরার আহাম্মেদ নামে প্রগতি সরণীতে একটি পদচারী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
Foot overbridge
২০ মার্চ ২০১৯, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আবরার আহাম্মেদ নামে প্রগতি সরণীতে একটি পদচারী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আবরার আহাম্মেদ নামে প্রগতি সরণীতে একটি পদচারী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

‘আবরার আহাম্মেদ ফুটওভার ব্রিজ’-এর ভিত্তিপ্রস্তরে উদ্বোধক হিসেবে রয়েছে নিহত শিক্ষার্থীর বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহাম্মেদ চৌধুরীর নাম। সেতুটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

আজ (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এই পদচারী সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

Founding stone
২০ মার্চ ২০১৯, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আবরার আহাম্মেদ নামে প্রগতি সরণীতে পদচারী সেতুর ভিত্তিপ্রস্তর। ছবি: শাহীন মোল্লা

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্যসহ আরও অনেকে।

সেসময় সড়ককে নিরাপদ করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন পুলিশ কমিশনার। বলেন, “আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।”

উল্লেখ্য, গতকাল (১৯ মার্চ) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে নর্দ্দায় বাসচাপায় বিইউপি-এর শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হওয়ায় আজ সারাদেশে ক্লাস ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কও অবরোধ করে রেখেছেন।

Comments

The Daily Star  | English

Journalists who legitimised fascism will not be spared: Nahid

Information Adviser Nahid Islam today said journalists and writers who tried to give legitimacy to fascism and instigated mass killing through their writings will be brought to book

1h ago