বাজারে মিলবে বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি
বিশ্বের বিভিন্ন দল, নামকরা ক্লাবের অফিসিয়াল জার্সি ভক্তদের আগ্রহের পণ্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সির প্রতিও সমর্থকদের রয়েছে তুমুল আগ্রহ, তবে এতদিন বাংলাদেশ দলের জার্সির কেনার কোন ব্যবস্থাই ছিল না। বাজারে ছড়িয়ে পড়া বিভিন্ন ডিজাইনের ব্র্যান্ডহীন জার্সিই কিনতেন সমর্থকরা। এবার বিশ্বকাপের আগেই বাংলাদেশ দলেরও অফিসিয়াল জার্সি বাজারে আসছে।
ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের অফিসিয়াল ম্যাচ জার্সি বিক্রির জন্য জার্সি তৈরির প্রতিষ্ঠান 'স্পোর্টস এন্ড স্পোর্টজ' এর সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সোমবার সংবাদ সম্মেলনে জার্সি বিক্রির বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরেন বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী ও স্পোর্টস এন্ড স্পোর্টজের সত্ত্বাধিকারী মেহতাব উদ্দিন আনোয়ার সেন্টু।
চুক্তি অনুযায়ী এখন থেকে বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি বিক্রির সত্ত্ব থাকছে কেবল স্পোর্টস এন্ড স্পোর্টজের কাছে। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মেহতাব জানান, দেশীয় কোন ব্র্যান্ডশপের আউটলেটের মাধ্যমে এপ্রিলের ২৫ তারিখ থেকে জার্সি বিক্রি শুরু করবেন তারা। তবে আউটলেট ও জার্সির মূল্য এখনো নির্ধারিত হয়নি।
'স্পোর্টস এন্ড স্পোর্টজের' তৈরি জার্সি ছাড়া অন্য কেউ বাংলাদেশের জার্সি তৈরি করে বিক্রি করতে পারবে না। অন্য কেউ বিসিবির লোগো দেওয়া বাংলাদেশ দলের জার্সি বিক্রির চেষ্টা করলে বিসিবি আইনানুগ ব্যবস্থাও নিবে বলে জানান সিইও।
Comments