কন্ডাক্টর বাসটি চালাচ্ছিলেন: পুলিশ
সুপ্রভাত পরিবহনের যে বাসটি শিক্ষার্থী আবরার আহাম্মেদকে চাপা দিয়েছিলো তা গাড়ির কন্ডাক্টর চালাচ্ছিলেন। তাকে চাপা দেওয়ার খানিক আগে এক মেয়ের পায়ের ওপর দিয়ে চাকা চালিয়ে দেওয়ায় গাড়ির চালককে আটক করা হয়েছিলো।
আজ (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানান।
তিনি বলেন, “দুর্ঘটনার সময় হেলপার মোহাম্মদ ইয়াসিন আরাফাত বাসটি চালাচ্ছিলেন। তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিলো না।”
তিনি আরও জানান, ইয়াসিনকে আজ সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর থেকে এবং বাসটির অপর হেলপার মোহাম্মদ ইব্রাহিমকে ঢাকার মধ্যবাড্ডা এলাকা থেকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৯ মার্চ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে প্রগতি সরণীতে সুপ্রভাত পরিবহনের একটি বাস ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহাম্মেদকে চাপা দেয়। তার মৃত্যুর ফলে রাজধানীজুড়ে নিরাপদ সড়কের আন্দোলনের দাবিতে রাস্তায় নেমেছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এর আগে গত বছর আগস্টে রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে দুজন শিক্ষার্থীর মৃত্যু হলে তার সহপাঠীরা এর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করায় সেই আন্দোলন ক্রমান্বয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিলো।
Comments