সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী খুরশীদ আলম আহত
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশীদ আলম। গতকাল দিবাগত রাতে বগুড়া শহরের ঢাকা-রংপুর মহাসড়কে একটি ট্রাক তাকে বহনকারী প্রাইভেট কারকে ধাক্কা দিলে তিনি আহত হন।
পুলিশের বরাতে আমাদের বগুড়া সংবাদদাতা জানান, খুরশীদ আলমকে বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকার মহাসড়কে একটি ট্রাক খুরশীদ আলমের প্রাইভেট কারকে ধাক্কা দেয়।
খুরশীদ আলম গত বৃহস্পতিবার প্রথম আলো বন্ধুসভার এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে বগুড়া গিয়েছিলেন। বগুড়া শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে স্থানীয় হোটেলে ফেরার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
ওসি জানান, এ ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান সুশান্ত কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, “খুরশীদ আলমের অবস্থা আগের চেয়ে এখন ভালো। তার মাথায় রক্তক্ষরণ নেই।”
“আমরা এখানেই তাকে যথাযথ চিকিৎসা দিচ্ছি, তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রয়োজন নেই,” যোগ করেন সুশান্ত।
হাসপাতালের ডেন্টাল সার্জন রুকনুজ্জামান বলেন, “দুর্ঘটনায় তিনটি দাঁত হারিয়েছেন খুরশীদ আলম।”
এদিকে, খুরশীদ আলমের ছোট ভাই মো. মুরশীদ আলম বলেছেন, “আমরা এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে (খুরশীদ আলম) ঢাকায় আনার চেষ্টা করছি।”
Comments