এবার ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন
ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। রাজধানীতে একই দিনে আগুন লাগার তৃতীয় ঘটনা এটি।
দমকল বাহিনীর সূত্রে জানা গেছে, ধানমন্ডির ১১-এ সড়কে একটি বাড়িতে আগুন লেগেছিল। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলতে পেরেছেন।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের অপারেটর ফরহাদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাদের কাছে আগুন লাগের খবর আসে। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছেন বাসিন্দারা।
আজ শনিবার ভোরে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেট, পরে বিকেলে গুলশান-২ এ বহুতল ডেল্টা টাওয়ারে আগুন লাগে। আগুন লাগার তৃতীয় ঘটনাটি ঘটল ধানমন্ডিতে। এর মধ্যে ডিএনসিসি মার্কেটের আগুনে ২১১টি দোকান ছাই হয়েছে। অপর দুই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
মাত্র দুদিন আগেই বনানীতে এফআর টাওয়ারে ২৬ জনের প্রাণহানির পর আজ মাত্র কয়েক ঘণ্টার বিরতিতে পর পর এসব ঘটনা ঘটল।
Comments