কারচুপি ও অনিয়মের অভিযোগে কুমিল্লার ৩ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
ভোট কারচুপি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলায় তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ১০৭টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ (৩১ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
আগের তিন ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মতো এবারও কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি একেবারেই কম বলে জানা গেছে।
পিরোজপুর, বাগেরহাট এবং সাভার থেকে আমাদের সংবাদদাতারা জানান, সেখানকার কেন্দ্রগুলোতে ভোট পড়ার হার আগের তুলনায় অনেক কম।
Comments