মেঘনায় ট্রলারডুবিতে নারী আনসারের লাশ উদ্ধার, নিখোঁজ প্রিজাইডিং অফিসারসহ ২
মুন্সীগঞ্জের পার্শ্ববর্তী চরহোগলার কাছে মেঘনায় গতকাল (৩১ মার্চ) সন্ধ্যায় ট্রলারডুবির ঘটনায় সোমবার সকালে নিখোঁজ আনসার সদস্য রিতা আক্তারের (৩৫) লাশ উদ্ধার হয়েছে। কোস্টগার্ড দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী ইসমানিরচর এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করেছে।
কোস্টগার্ডের পাগলার স্টেশন কমান্ডার সাব লে. এম এম আতিক ঘটনাস্থলে জানান, লাশটি উদ্ধার করে মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটস্থ কোস্টগার্ডের জেটিতে রাখা হয়েছে। তিনি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, নিখোঁজ থাকা প্রিজাইডিং অফিসার ইউসিবি ব্যাংকের কর্মকর্তা বোরহান উদ্দিন (৩৮) এবং নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশের এটিএসআই মো. সেলিমের (৪০) সন্ধান চলছে। মেঘনা থেকে সেলিমের ব্যাগটি উদ্ধার করা হয়েছে। ব্যাগে তার পরিচয়পত্রও পাওয়া গেছে।
নির্বাচনের দায়িত্বপালন শেষে ফেরার পথে চরহোগলার কাছে নির্বাচন সংশ্লিষ্ট ১৯জন এবং দুজন মাঝিসহ মেঘনায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারটির ছৈ ধরে ভেসে ছিলেন অনেকেই। সবাই তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। এতে নির্বাচন সামগ্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর দুটি অস্ত্র মেঘনায় হারিয়ে গেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচনে চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে তারা সোনারগাঁওয়ে ফিরছিলেন। মেঘনায় এখন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, পুলিশ সদস্যদের সঙ্গে স্বজন ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
Comments