রিশি ধাওয়ানের ম্যাচে মুমিনুলের ৭ রানের আক্ষেপ

Mominul Haque
মুমিনুল হক। ছবি: ফিরোজ আহমেদ

দারুণ বল করে পাঁচ উইকেট নিয়ে বিকেএসপিকে দুশোর নিচে আটকে দিয়েছিলেন ভারতীয় রিশি ধাওয়ান।মন্থর উইকেটে ওই রান তাড়ায় দারুণ চনমনে খেলে মুমিনুল হক এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেমে যান তিনি। তবে  লিজেন্ডস অব রূপগঞ্জের বাকি পথ পাড়ি দিয়ে অনায়াসে নিশ্চিত করেছে সুপার লিগ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে রূপগঞ্জকে ১৮২ রানের মামুলি লক্ষ্য দিতে পেরেছিল বিকেএসপি। ৩০ বল হাতে রেখে ওই রান টপকে পাঁচ উইকেটে জিতেছে নাঈম ইসলামের দল। এই জয়ে আবাহনীর সমান ১৪ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে তারা।

সহজ লক্ষ্যে নেমে মোহাম্মদ নাঈম আনতে পারেননি ভালো শুরু। আরেক ওপেনার মেহেদী মারুফ মুমিনুলের সঙ্গে গড়েন ৬৮ রানের জুটি। ২৭ রান করে মারফ ফেরার পর অধিনায়ক নাঈমের সঙ্গে মুমিনুলের জমে উঠে ৮৮ রানের আরেক জুটি। ওই জুটিতেই মিটে যায় সব জল্পনা।

দেখার ছিল সেঞ্চুরি পান কিনা মুমিনুল। কিন্তু ১১২ বলে ৯৩ রান করে আউট হয়ে যান তিনি। মুমিনুল ফেরার পর বাকি কাজটা অনায়াসে সেরেছেন শাহরিয়ার নাফীস।

এর আগে ধাওয়ানের মিডিয়াম পেসে হুড়মুড়িয়ে পড়ে বিকেএসপির ব্যাটিং।

সংক্ষিপ্ত স্কোর:

বিকেএসপি: ৫০ ওভারে ১৮১/৯ (শামিম ৫২,  প্রান্তিক ৩৮;  ধাওয়ান ৫/৫১)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৫ ওভারে ১৮২/৫ (মুমিনুল ৯৩, নাঈম ৩১; কাইয়ুম ২/২৮)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রিশি ধাওয়ান

 

Comments

The Daily Star  | English

Humanitarian corridor: 'First get guarantee for Rohingya return'

'The interim government has agreed in principle to allow a humanitarian corridor under UN supervision with certain conditions'

11h ago