বিএনপি গণমাধ্যমে বেশি গুরুত্ব পাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

বিএনপি গণমাধ্যমে আওয়ামী লীগের চেয়ে বেশি প্রচার পায় উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “তারা (বিরোধী দল) সংসদে না থেকেও রাজপথে বক্তব্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে জায়গা করে নিচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হয়েও তেমন স্পেস পায় না।”

তথ্যমন্ত্রী আজ রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) মিলনায়তনে বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনিস্টিটিউট (বিসিটিআই) পরিচালিত চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ বিষয়ক দুটি ডিপ্লোমা কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে নানা পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “বিএনপি নেতারা সকাল বিকাল দুইবেলা বক্তব্য দিয়েও বলেন তাদের নাকি কথা বলার অধিকার নেই।”

চিকিৎসা নিয়ে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সন্তুষ্টি প্রকাশ করলেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া সন্তুষ্ট। অথচ তার দলীয় নেতারা এমন ভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বলেন, যেন তারা একেকজন বিশেষজ্ঞ চিকিৎসক।”

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা নিয়ে সরকার যে ধরনের সহযোগিতা করছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তার পছন্দ অনুযায়ী ফিজিওথেরাপিস্ট, সেবিকা, পরিচারিকা দেয়া হয়েছে। একমাস ধরে বিএসএমএমইউতে তার জন্য কেবিন বরাদ্দ রাখা হয়েছিল। তিনি তা গ্রহণ করেননি।

তিনি বলেন, বিদেশিদের কাছে ধর্না দেওয়া নয়, বিএনপি যদি বাংলাদেশের জনগণের দল হয়ে থাকে তাহলে জনসাধারণের কাছেই থাকা উচিত।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

5h ago