গাইবান্ধায় বাস উল্টে ৫ যাত্রী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচ উল্টে পাঁচ যাত্রী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
গতকাল (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মার ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রংপুর মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনিরহাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম, টাঙ্গাইলের সুনীল কুমার।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচ গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া জুম্মার ঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও ১৫ জন।
ওসি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
Comments