খালেদার আবেদন পেলে প্যারোলে মুক্তির কথা বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, খালেদা জিয়া মুক্তির জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করলে সরকার তাকে প্যারোলে মুক্তি দেওয়ার কথা বিবেচনা করে দেখবে।
আজ শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে (খালেদা) কোনো সুনির্দিষ্ট কারণ দেখিয়ে প্যারোলের জন্য আবেদন করতে হবে, তবেই আমরা বিষয়টি বিবেচনা করে দেখব।
দুর্নীতি মামলার রায়ে দণ্ডিত বিএনপির ৭৪ বছর বয়সী চেয়ারপারসন এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তাররা জানিয়েছেন, হাত ও পায়ে ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া।
গত ১ এপ্রিল অসুস্থ খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে এই হাসপাতালে নিয়ে আসা হয়।
তবে প্যারোলে খালেদার মুক্তির জন্য সরকার এখনো কোনো আবেদন পায়নি বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
Comments