শবে বরাত ২১ এপ্রিল

বাংলাদেশের আকাশে আজ শনিবার আরবি শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবেবরাত আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে পালিত হবে।
shab-e-barat

বাংলাদেশের আকাশে আজ শনিবার আরবি শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবেবরাত আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে পালিত হবে।

বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের অফিসে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ৭ এপ্রিল রবিবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৮ এপ্রিল সোমবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাব মতে, আগামী ২১ এপ্রিল রবিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত উদযাপিত হবে।”

আজ (৬ এপ্রিল) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে এই রাতটি অতিবাহিত করবেন।

Comments