খালেদার মুক্তির দাবিতে বিএনপির গণঅনশন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে রাজধানীতে ছয় ঘণ্টার প্রতীকী গণঅনশন করছেন দলটির নেতা-কর্মীরা।
বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে রাজধানীতে ছয় ঘণ্টার প্রতীকী গণঅনশন করছেন দলটির নেতা-কর্মীরা।

আজ (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এ কর্মসূচির শুরু হয়। কড়া নিরাপত্তার মধ্যে এতে যোগ দেন বিএনপি শীর্ষস্থানীয় নেতাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বিকাল সাড়ে ৪টায় এই প্রতীকী অনশন কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

হাত ও পায়ের জোড়ায় গুরুতর ব্যথা, ভালো ঘুম না হওয়া ও রক্তে সুগারের মাত্রা বেশি থাকা অবস্থায় খালেদা জিয়াকে গত সোমবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে স্থানান্তর করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।

দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

দলের প্রধান নেত্রীকে কারাগার থেকে মুক্তি দিতে এবং তার পছন্দ অনুযায়ী বিশেষায়িত বেসরকারি হাসপাতালে সুচিকিৎসা দিতে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বিএনপি।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

41m ago