মেসি অদ্বিতীয় এবং ধারাবাহিকভাবে বিস্মিত করে যাচ্ছে: বুসকেতস

ছবি: এএফপি

গত এক দশক ধরেই দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চলতি মৌসুমে তো আরও দুর্দান্ত। গোল করছেন। করাচ্ছেনও নিয়মিত। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়ের দুর্দান্ত নৈপুণ্যে এখন পর্যন্ত মৌসুমের সব শিরোপা জয়ের সামনে রয়েছে বার্সেলোনা। এমন পারফরম্যান্সে মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তার সতীর্থ সের্জিও বুসকেতস।

ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বুসকেতস বলেছেন, ‘আমাদের ভাগ্য খুব ভালো আমরা তার (মেসি) সঙ্গে নিয়মিত অনুশীলন করতে পারি। আমি তার সঙ্গে ১১ বছর কাটিয়েছি। তাই আমি তার এমন কীর্তির সঙ্গে খুব ভালোভাবে যুক্ত ছিলাম। তবে আমরা এসবে খুব বেশি বিস্মিত নই। এমন না যে এটা সে নতুন কিছু করল। নিয়মিতই করে এবং তার পুনরাবৃত্তি করে। তার ধারাবাহিকতা সবাইকে বিস্মিত করছে। সে অদ্বিতীয়।’

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৩টি গোল করেছেন মেসি। টানা ১০ মৌসুম কমপক্ষে ৪০ গোল দেওয়ার অনন্য কীর্তি গড়েছেন তিনি। কদিন আগেই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ইকের ক্যাসিয়াসের সর্বোচ্চ জয়ের রেকর্ড ভেঙেছেন এ আর্জেন্টাইন। লালিগার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডতো আগেই গড়েছেন। শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোকেও ছাড়িয়েছেন মেসি।

শুধু মেসির প্রশংসাই করেননি বুসকেতস, উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, ‘শুধু নিজের গোল নয়, সে দলের জন্য সব করে। সে প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে। যেভাবে বল ধরে, লড়াই করে সেটা আমাদের সব কিছু এনে দেয়।’ এছাড়াও সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তারকেও প্রশংসায় ভাসান বিশ্বকাপ জয়ী এ স্প্যানিশ মিডফিল্ডার।

Comments

The Daily Star  | English

Iran's Khamenei rejects Trump's call for unconditional surrender

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

18h ago