মেসির চেয়ে যেখানে এগিয়ে রোনালদো

হালের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ দুই গোলদাতাও তারা। তবে মেসির চেয়ে ১৬ গোল এগিয়ে আছেন রোনালদো। নকআউট পর্বেই যেন দুর্দান্ত হয়ে ওঠেন এ পর্তুগিজ তারকা। মেসির সঙ্গে ব্যবধানটা এখানেই গড়েছেন তিনি। বিশেষ করে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মেসির চেয়ে যোজন যোজন এগিয়ে রোনালদো।
ছবি: এএফপি

হালের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ দুই গোলদাতাও তারা। তবে মেসির চেয়ে ১৬ গোল এগিয়ে আছেন রোনালদো। নকআউট পর্বেই যেন দুর্দান্ত হয়ে ওঠেন এ পর্তুগিজ তারকা। মেসির সঙ্গে ব্যবধানটা এখানেই গড়েছেন তিনি। বিশেষ করে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মেসির চেয়ে যোজন যোজন এগিয়ে রোনালদো।

গত তিন আসরে টানা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। আর তাদের শিরোপা জয়ে বড় অবদান ছিল রোনালদোরই। আর এ তিন আসরে কোয়ার্টারের গণ্ডিই পার হতে পারেননি মেসি। এমন তিন আসরে ছয়টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলে একটি গোলও দিতে পারেননি আর্জেন্টাইন। চ্যাম্পিয়ন্স লিগে তার শেষ গোলটি আসে ২০১৩ সালে পিএসজির বিপক্ষে।

ক্যারিয়ারে মোট ২০টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেছেন মেসি। তাতে গোল দিতে পেরেছেন মাত্র ৬টি। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে রোনালদো গোল দিয়েছেন ২৩টি। ব্যবধানটা এখানেই গড়েছেন এ পর্তুগিজ। অথচ ক্যারিয়ারের প্রথম কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু করেছিলেন মেসি। সব মিলিয়ে নকআউট পর্বে এ আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা ৪২টি। অন্যদিকে ৬৩টি গোল নকআউট পর্বেই দিয়েছেন রোনালদো।

তাই আলোচনা এবার কি কোয়ার্টার ফাইনালের গোল খরা কাটাতে পারবেন মেসি? শেষ চারে উঠতে এর মধ্যেই ম্যানচেস্টারে পৌঁছেছে তার বার্সেলোনা। তবে প্রতিপক্ষ ইংলিশ হওয়ায় সম্ভাবনাটা বেশি দেখছেন অনেকেই। কারণ ইংলিশ ক্লাবের বিপক্ষেই করেছেন ২২টি গোল। যা ইতিহাসের সর্বোচ্চও বটে।

Comments