মেসিকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই ইউনাইটেডের

ছবি: এএফপি

বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত এক দশক ধরে ধারাবাহিকভাবে দুর্দান্ত তিনি। চলতি মৌসুমে তো এক কাঠি সরেস। কিন্তু তারপরও তাকে নিয়ে আলাদা করে কোন পরিকল্পনা করছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার। দলের বাকী সব খেলোয়াড়দের মতোই তাকে গুরুত্ব দিচ্ছেন এ আইরিশ কোচ।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে শেষ চারের লড়াইয়ে আগামীকাল বুধবার বার্সেলোনার মুখোমুখি হবে ইউনাইটেড। এর মধ্যেই ইংল্যান্ডে পৌঁছেছে কাতালানরা। সেমিফাইনালে উঠতে রেড ডেভিলদের বড় বাধা মেসিই। আসরে এরমধ্যেই ৬টি গোল দিয়েছেন তিনি। লা লিগাতেও দুর্দান্ত তিনি। সবমিলিয়ে এখন পর্যন্ত গোল সংখ্যা ৪৩টি। তাই তাকে আটকানো বড় চ্যালেঞ্জ ইউনাইটেডের।

তার উপর চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ প্রতিপক্ষ বরাবরই পছন্দ করেন মেসি। ২২টি গোল এসেছে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে। যা আবার ইতিহাসের সর্বোচ্চও। ইউনাইটেডের বিপক্ষে এর আগে দুটি গোল পেয়েছেন তিনি। তাই পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়কে নিয়ে বাড়তি দুশ্চিন্তা থাকছেই। কিন্তু কোচ বললেন ভিন্ন কথা।

'বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়কে আটকাতে আপনি কি পরিকল্পনা করবেন? আমরা এবার ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাস, কিলিয়ান এমবাপের পিএসজির বিপক্ষে খেলেছি। সে (মেসি) দারুণ একজন খেলোয়াড়। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তাকে আটকানো খুব কঠিন। তবে অসম্ভব নয়। এটা এমন না যে মেসি বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা। আমরা একজন খেলোয়াড়দের দিকে ফোকাস করতে পারি না। আমাদের তাদের সবার দিকেই ফোকাস করতে হবে।'- সংবাদ সম্মেলনে আগামীকালের ম্যাচ নিয়ে এমনটাই বলেন সুলশার।

দ্বিতীয় রাউন্ডে কিছুটা ভাগ্যকে সঙ্গে পাওয়াতেই শেষ আটে উঠেছে ইউনাইটেড। নিজেদের মাঠে পিএসজির প্রত্যাশা পূরণে ব্যর্থ দলটি ০-২ গোলের ব্যবধানে হেরে গিয়েছিল। তাই এবার ঘরের মাঠে বাড়তি সতর্ক সুলশার, 'সব ম্যাচই বড়, তবে এটা আরও বড়। বার্সেলোনার ইতিহাস ও ঐতিহ্য অনন্য। দক্ষতা এবং একক নৈপুণ্যের খেলোয়াড়ও অনেক রয়েছে। তবে আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে যেটা পিএসজির বিপক্ষে নিজেদের ঘরে দিতে পারিনি।'

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

7h ago