দালাই লামা ‘সুস্থ’, হাসপাতাল থেকে ছাড়া হতে পারেন শুক্রবার
বুকের সংক্রমণজনিত অসুস্থতা থেকে আরোগ্য লাভের পরে দালাই লামা এখন ‘অনেক ভালো বোধ’ করছেন। ফলে আগামীকাল (১২ এপ্রিল) তাকে নয়াদিল্লির হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ (১১ এপ্রিল) তার মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
৮৩ বছর বয়সী এ বৌদ্ধ ধর্মগুরুকে গত ৯ এপ্রিল ভারতের রাজধানীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে তার অপর এক সহকারী জানান, ‘হালকা কাশি’ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি একদিকে তিব্বতীয় বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা এবং অপরদিকে বেইজিংয়ের কাঁটা।
দালাই লামার ব্যক্তিগত মুখপাত্র তেনজিন তাকলহা বলেন, “দালাই লামার সার্বিক বিশুদ্ধচিত্ততা ও মানসিক অবস্থা খুবই ভালো। এখন চিকিৎসা চলায় তিনি আরও ভালো বোধ করছেন এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।”
তাকলহা আরও বলেন, “আজ (১১ এপ্রিল) সকালে লামা তার স্বাভাবিক নিয়ম পালন করেছেন। তিনি তার নিয়ম অনুযায়ী কিছু ব্যায়াম করেন। মূলতঃ তিনি সুস্থ হলেও তার ওষুধের কোর্স চলবে।”
আরও পড়ুন:
Comments