বাংলা নববর্ষে সারা’র আয়োজন

বাংলা নববর্ষ উপলক্ষে বাঙালি মেতে ওঠে উৎসবের আমেজে। আর সেই উৎসবকে রাঙ্গিয়ে তোলে পোশাক। সময়ের সাথে সাথে বৈশাখের পোশাকে এসেছে বেশ পরিবর্তন। সেই পরিবর্তনের সাথে বাঙালিত্বের মিশ্রণে এবারের বৈশাখকে আরও রঙিন করে তুলতে ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে বিভিন্ন ডিজাইনের পোশাক।
Sara
সারা’র পোশাকে মডেলরা। ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে বাঙালি মেতে ওঠে উৎসবের আমেজে। আর সেই উৎসবকে রাঙ্গিয়ে তোলে পোশাক। সময়ের সাথে সাথে বৈশাখের পোশাকে এসেছে বেশ পরিবর্তন। সেই পরিবর্তনের সাথে বাঙালিত্বের মিশ্রণে এবারের বৈশাখকে আরও রঙিন করে তুলতে ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে বিভিন্ন ডিজাইনের পোশাক।

প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের জন্যও দারুণসব ডিজাইনের পোশাক রয়েছে এবারের আয়োজনে। তবে বৈশাখের এই আয়োজনে সারা’র প্রাধান্য থাকছে বিভিন্ন রঙের সমন্বয়ে পোশাকের উজ্জ্বলতার উপর। তাই সকল পোশাকেই থাকছে উজ্জ্বল রঙের প্রাধান্য।

এছাড়াও, আবহাওয়ার উপর খেয়াল রেখেই সূতি কাপড়ের ব্যবহার হয়েছে অধিকাংশ পোশাকেই। বৈশাখ উপলক্ষে পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রঙ এবং বিভিন্ন ধরণের আধুনিক প্রিন্ট, এমব্রয়ডারি ও এক্সক্লুসিভ হাতের কাজ। আর থাকছে বাবা-ছেলের জন্য একই ডিজাইনের পাঞ্জাবিও।

মেয়েদের বৈশাখের আয়োজনে রয়েছে বাহারি ডিজাইনের পোশাক। পোশাকের দৈর্ঘ্য এবং কাটিংয়েও থাকছে নতুনত্ব।

‘সারা’ এবার নিয়ে এসেছে নিজস্ব ডিজাইনে প্রিন্ট করা এক্সক্লুসিভ শাড়ি। আর শাড়িগুলোতেও থাকছে গতানুগতিক ধারার বাইরে রঙের ভিন্নতা।

শিশুদের জন্য বৈশাখে থাকছে পাঞ্জাবি, ফ্রক, স্কার্টসহ বিভিন্ন পোশাকের এক অভিন্ন আয়োজন।

সব ধরণের ক্রেতার ক্রয় ক্ষমতা এবং পোশাকের মানের প্রতি লক্ষ্য রেখেই পণ্যের দাম নির্ধারণ করে থাকে এই প্রতিষ্ঠানটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। পাঞ্জাবি ৯০০ থেকে ২,৫০০ টাকা, শাড়ি ২৫০০ থেকে ৩৫০০ টাকা, থ্রি পিস, কুর্তা পাওয়া যাবে ১,০০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে।

মিরপুর এবং বসুন্ধরা সিটিতে ‘সারা’র আউটলেট ছাড়াও অনলাইনে ‘সারা’র পোশাক অর্ডার করে বিনামূল্যে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া যায়।

Comments

The Daily Star  | English

Further uncertainty over Rooppur plant launch

The construction work for the transmission line through the Padma and Jamuna rivers for the Rooppur nuclear power plant has come to a grinding halt with the ouster of the Awami League government as the Indian contractor has left the site.

8h ago