ঢাকাতেই হবে হজযাত্রীদের ইমিগ্রেশন
চলতি বছর থেকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হজযাত্রীদের ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করা হবে। ফলে, সৌদি আরবে গিয়ে হজযাত্রীদের আর দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না।
আজ (১২ এপ্রিল) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ কথা জানান।
তিনি বলেন, “কোনো ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা ছাড়াই বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশি হজযাত্রীরা একটি জেট-ব্রিজের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।”
তিনি জানান, বাংলাদেশে হজযাত্রীদের ইমিগ্রেশন ব্যবস্থা কীভাবে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে গত ২১ মার্চ সৌদি আরবের একটি টেকনিক্যাল প্রতিনিধি দল ঢাকায় এসেছিলেন।
এছাড়াও, গত মঙ্গলবার সৌদি আরবের পাসপোর্ট সংক্রান্ত মহাপরিচালক মেজর জেনারেল সোলাইমান আল ইয়াহিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের অপর একটি প্রতিনিধি দল বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
Comments