নির্বিঘ্ন পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ জুড়ে নির্বিঘ্ন পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করা হবে। বর্ষবরণের আয়োজন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।
home minister
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্টার ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ জুড়ে নির্বিঘ্ন পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করা হবে। বর্ষবরণের আয়োজন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।

আজ (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে তিনি বলেন, “যেকোনো ধর‌নের পরিস্থিতি ও হুম‌কি মোকা‌বিলায় পু‌লি‌শের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করা হ‌য়ে‌ছে।”

যেকোনো ধরনের গুজব মোকাবিলায় সাইবার সিকিউরিটি ইউনিটের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখবে বলেও জানান তিনি।

“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতায় থাকবে”, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি যে এই বর্ষবরণের আয়োজনকে ঘিরে সারাদেশের কোথাও কোনো ধর‌নের হুম‌কি নেই।”

স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, “যেসব স্থানে বর্ষবরণের অনুষ্ঠান হবে, সেসব স্থানের নিরাপত্তায় আর্চও‌য়ে, সি‌সিটিভি ক্যা‌মেরা স্থাপন করা হ‌য়ে‌ছে। সবগুলো শোভাযাত্রা ও মানুষের জমায়েতকে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হবে।”

এই উৎসবকে বাঙালির সার্বজ‌নীন উৎসব হিসেবে উল্লেখ করে সবাইকে ভীতিহীন পরিবেশে বর্ষবরণ উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

Comments