কোন দলের বিশ্বকাপ স্কোয়াড জানা যাবে কবে
ঘনিয়ে আসছে বিশ্বকাপ শুরুর সময়। অংশ নিতে যাওয়া দশ দলেরই সব পরিকল্পনা এখন বিশ্বকাপকে ঘিরে। ২৩ এপ্রিল চূড়ান্ত দল দেওয়ার সময়সীমা। এরমধ্যে দল দিয়েছে নিউজিল্যান্ড। অন্যরা কবে দল ঘোষণা দিতে পারে, কারা থাকছেন আলোচনায় দেখে নেওয়া যাক:
নিউজিল্যান্ড:
সবার আগে গত ৩ এপ্রিল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। অনুমিতভাবে চেনা মুখরাই আছেন কিউই দলে। দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান টম ব্লান্ডেল।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মানরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দ্বিতীয় দল হিসেবে স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল (সোমবার) ১৫ জনের বিশ্বকাপ দল জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। বল টেম্পারিং ইস্যুতে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অনেকটা নিশ্চিতভাবেই সে দলে দেখা যাবে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারকে।
সর্বশেষ ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজে দারুণ খেলা অস্ট্রেলিয়া এবারও ফেভারিটদের অন্যতম। দলের টপ অর্ডারের বেশ কয়েকজন ছন্দে থাকা কেমন হবে অসি দল, এই নিয়ে আছে তুমুল আগ্রহ।
ভারত
অস্ট্রেলিয়ার মত ১৫ এপ্রিলই দল ঘোষণা করবে ভারত। মুম্বাইয়ে এদিন বিশ্বকাপ দল নির্বাচনের সভা হবে, এরপরই ঘোষণা হবে তা। আইপিএলের ম্যাচ খেলতি এই সময় মুম্বাইয়ে থাকবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, সেই সভাতেও যোগ দেবেন তিনি।
ভারতীয় দলের মিডল অর্ডার নিয়ে আছে তুমুল আগ্রহ। এই জায়গায় লড়াইয়ে আছেন বেশ কয়েকজন- ঋশাভ পান্ত, দিনেশ কার্তিক, আম্বাতি রায়ডু, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর ও অজিঙ্কা রাহানের মধ্যে কারা থাকছেন বিশ্বকাপ দলে জানা যাবে সোমবারই।
ইংল্যান্ড
ভারতের পর বিশ্বকাপ দল দিতে পারে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশদের বিশ্বকাপ দল দেওয়ার সম্ভাব্য দিন বুধবার (১৭ এপ্রিল)। বর্তমানে ওয়ানডে র্যা ঙ্কিংয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদারও তারা।
ঘরের মাঠে বিশ্বকাপে ইংল্যান্ড দলে চমক হয়ে আসতে পারেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত পেস অলরাউন্ডার জোফরা আর্চার। ঘন্টায় ১৪৫ কিমির বেশি বল করার সামর্থ্যের পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন তিনি।
বাংলাদেশ
বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশ বিশ্বকাপের দল ঘোষণা করবে আগামী বৃহস্পতিবার (১৮ এপ্রিল)। তবে এই সম্ভাব্য তারিখ দু’একদিন পিছিয়েও যেতে পারে। বাংলাদেশের বিশ্বকাপ দলে কারা থাকছেন অনেকটা অনুমিতই। অন্তত ১৩ জন নিয়ে তেমন কোন সংশয় নেই। পঞ্চম পেসার হিসেবে তাসকিন আহমেদ আর শফিউল ইসলাম আছেন লড়াইয়ে। তবে চোট কাটিয়ে ফেরা তাসকিন ম্যাচ ফিটনেস দেখাতে পারলে তিনিই হয়ত পাবেন টিকেট। আরেকটি জায়গার জন্য লড়াই আছে মোসাদ্দেক হোসেন সৈকত আর ইয়াসির আলি রাব্বির মধ্যে। ঘরোয়া ক্রিকেটে দুজনেই আছেন ফর্মে। তবে অভিজ্ঞতা আর অফ স্পিনের সামর্থ্যে কিছুটা এগিয়ে আছে মোসাদ্দেকের নাম।
দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের মতো দক্ষিণ আফ্রিকাও বৃহস্পতিবার বিশ্বকাপ দল ঘোষণা করতে পারে। এমনিতে প্রোটিয়া দল নিয়ে তেমন কোন চমকের অপেক্ষা না থাকলেও পেসার লুঙ্গি এনগিডি আর জেপি ডুমিনিকে নিয়ে আছে শঙ্কা। চোটের কারণে এই দুজন থাকছেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
পাকিস্তান
বিশ্বকাপ দল কবে ঘোষণা করবে তা এখনো চূড়ান্ত করেনি পাকিস্তান। তবে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারির যেকোন একদিন জানা যাবে পাকিস্তান দলের নাম। বিশ্বকাপ দল ঘোষণার আগে ইনজুরি নিয়ে ভাবছে পাকিস্তান, বিশ্বকাপ স্কোয়াডের থাকতে পারেন এমন ২৩ ক্রিকেটারকে নিয়ে তাই চলছে ফিটনেস ক্যাম্প। অলরাউন্ডার ইমাদ ওয়াসিম চোটে পড়ায় তার বিশ্বকাপ দলে থাকা নিয়ে আছে অনিশ্চয়তা।
উইন্ডিজ
উইন্ডিজের বিশ্বকাপ দল ঘোষণার তারিখ এখনো জানা যায়নি। তবে বেশ কয়েকজন বড় তারকা বিশ্বকাপ দলে থাকবেন কিনা তা নিয়ে আছে জল্পনা। সম্প্রতি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টের দল দিয়েছে তারা। এতে আইপিএল খেলার কারণে রাখা হয়নি ক্রিস গেইল, এভিন লুইস, শেমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল আর আলঝারি জোসেফকে। তবে তাদের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস জানিয়েছেন এদের অনেকেই থাকবেন বিশ্বকাপ দলে।
আফগানিস্তান
বিশ্বকাপের আগে আসগর আফগানকে সরিয়ে গুলাবদিন নাইবকে অধিনায়ক করেছে আফগানিস্তান। এই নিয়ে অসন্তোষ আছে দলের মধ্যেই। টুইট করে এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন রশিদ খান ও মোহাম্মদ নবি। বিশ্বকাপ দলে বিবেচনায় থাকলেও আসগর থাকবেন কিনা তা নিয়ে আছে কৌতুহল। তবে বিশ্বকাপ দল কবে দিবে তারা, তা এখনো জানা যায়নি।
শ্রীলঙ্কা
বিশ্বকাপ দল ঘোষণার কোন সম্ভাব্য তারিখ জানায়নি শ্রীলঙ্কা। বেশ কয়েকদিন থেকেই নানান বিতর্কে লঙ্কানরা আছে সমস্যায়। কোচ চণ্ডিকা হাথুরুসিংহের বিশ্বকাপ দল গঠনে কতটা ভূমিকা থাকবে তা নিয়েও আছে প্রশ্ন।
Comments