মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় সিরাজগঞ্জে নিহত ৩
কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় সিরাজগঞ্জে অন্তত তিন জন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ঢাকা অভিমুখী ট্রেনটি একটি মিনি ট্রাককে ধাক্কা দিলে তারা প্রাণ হারান।
পুলিশ জানান, নিহতদের মধ্যে ট্রাকটির চালকও রয়েছেন। তার নাম সূর্য প্রামাণিক। অন্য যে দুজন প্রাণ হারিয়েছেন তারা হলেন, রফিকুল ইসলাম (৪২) ও মিনহাজ ওরফে নিহার। এই দুজনই গরু ব্যবসায়ী।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে কলকাতা থেকে আসা ট্রেনটি কয়েলগাতি এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে গরুবাহী মিনি ট্রাকটিকে ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই প্রাণ হারান ও অন্যরা আহত হন। উল্লাপাড়াগামী মিনি ট্রাকটিতে থাকা তিনটি গরুর মধ্যে একটি মারা গেছে। গুরুতর আহত অন্য একটি গরু স্থানীয়রা জবাই করেছে।
তিনি আরও জানান, আহত তিন জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রফিকুলকে মৃত ঘোষণা করেন। পরে নিহার চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। গুরুতর আহত তৃতীয় জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
Comments